'লুকিয়ে লুকিয়ে একটা নির্দেশিকা এনেছে ভারত সরকার। যে রাজ্যগুলিতে বিজেপি আছে, সেখানে পাঠিয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে, বাংলা ভাষায় কথা বলে যাঁকেই সন্দেহ হবে ডিটেশনক্যাম্পে রেখে দেবে'। অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।