বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দুকে নিশানা করতে গিয়ে ফের মুখ্যমন্ত্রীর গলায় উঠে এল সেই 2021 সালের 2 মে বিধানসভার ভোটগণনার প্রসঙ্গ। ওই দিন নন্দীগ্রাম আসনে ভোটগণনা নিয়ে ফের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে খোঁচা দেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার, 27 জুলাই মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন, নন্দীগ্রামে দু’ঘণ্টা লাইট বন্ধ করে দিয়ে কী হয়েছিল ভুলে গেলেন? পরে সাংবাদিক বৈঠক করে এর জবাব দেন শুভেন্দু। শুভেন্দুর মতে ওই বিল্ডিং-এ নন্দীগ্রাম ছাড়াও আরও দুটি আসনের ভোটগণনা হয়েছিল। লোডশেডিং শুধু নন্দীগ্রামের ভোটগণনা কেন্দ্রে হয়নি। এছাড়া, এনিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছে বলে উল্লেখ করে শুভেন্দুর দাবি, বিচারপতি পছন্দ না হওয়ায় মুখ্যমন্ত্রী তাঁকে বদলে দেন। এছাড়া মুখ্যমন্ত্রীর দায়ের করা ওই মামলার রিডে কোনও ডকুমেন্ট নেই বলেও দাবি করেন বিরোধী দলনেতা।