জুনিয়র ডাক্তারদের ফের বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেল পাঁচটায় বৈঠকের জন্য সময় দিলেন। তিনি বললেন,'সময়ে আসতে হবে। ১০ জনের বেশি যেন কেউ না যান'। শনিবারের বারবেলায় ধর্মতলায় ডাক্তারদের অনশনমঞ্চে রাজ্যের স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী ও মুখ্যসচিব মনোজ পন্থ পৌঁছন। সেখানেই মুখ্যসচিবের ফোন থেকে অনশনকারী ডাক্তারদের বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান,'বেশিরভাগ দাবিই পূরণ হয়েছে। নির্বাচন করানোর জন্য আন্দোলনকারীদের থেকে অন্তত ৪ মাস সময়ও চান তিনি।