কলকাতা বইমেলার উদ্বোধনের মধ্যেই ফুটবল নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৪৮ তম কলকাতা বইমেলার থিম কান্ট্রি এবার জার্মানি। মঙ্গলবার করুণাময়ীতে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করার সময় ফুটবলের প্রসঙ্গে তোলেন মমতা। সেই সূত্রেই জার্মানির ফুটবল দলকে দিলেন বিশেষ বার্তা। বক্তৃতার শেষাংশে জার্মানির প্রতিনিধির উদ্দেশে মমতা বলেন, 'জার্মান, আমার অভিনন্দন আপনাদের ফুটবলারকে দেবেন। ওঁরা খুবই জনপ্রিয়। আমরা ফুটবল খুব ভালবাসি। এখানে অনেক বড় বড় ক্লাব রয়েছে। ফুটবল বিশ্বকাপ, দেখেন এখানে। সকলে খেলা ভালবাসেন।'