মেয়ো রোডে সোমবার ছিল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা দিবসের মঞ্চে এই প্রথম পার্থ চট্টোপাধ্যায়ের নাম মুখে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়কে ইডি গ্রেফতার করার পর, তার নাম কখনও মুখে আনেননি তিনি। সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মঞ্চ থেকে তিনি পার্থর নাম বলেন। সংবাদ মাধ্যমের সঙ্গে বিজেপির যোগসাজশের অভিযোগ করেন মমতা। মিডিয়া বিজেপির কথায় প্ল্যানিং করে। তিনি প্রশ্ন তোলেন অ্যারেস্ট হওয়ার আগে মিডিয়া আগে জানল কী করে? ইডি-সিবিআই জানবার আগে? ওদের সঙ্গে মিডিয়ার একটা সমঝোতা আছে।