বড়দিনের রাত মানেই উৎসবমুখর। গোটা কলকাতা সেজে উঠেছে আলোয়। দুর্গাপুজোর মতো ভিড় কলকাতার একাধিক রাস্তায়। এদিন বড়দিনের বিশেষ উৎসবে সামিল হতে বড়বাজারের পর্তুগীজ চার্চে যান মুখ্যমন্ত্রী। বিশেষ প্রার্থনাতেও অংশ নেন।