'ললিপপ সরকার'। কেন্দ্রকে এই ভাষাতেই কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,'বিডিও, পুলিশকে ভয় দেখাচ্ছে। আমি বলছি, নির্বাচন কমিশন আসে যায়। আয়ু তিনমাস। ভান্ডার আমার কাছেও আছে। আপনাদের দুর্নীতির ভান্ডার ফাঁস করে দেব'।