মায়েরা কোনদিন আলু-ভাত খান, কোনদিন মাছ-ভাত খান। যে মাসে টাকার টান পড়ে, সেই মাসে কিছু ধার করেন। মনে রাখবেন আমাকেও পশ্চিমবঙ্গ সরকার চালাতে হয়। সংসার চালাতে হয়। যখন আমি প্রাপ্য টাকা পাই না, তখন মা-বোনেরা যেভাবে সমসার চালান, আমিও কিন্তু সেই মতন সংসার চালাই। আমার লড়াই বঞ্চনার বিরুদ্ধে। প্রশাসনির মঞ্চে সরকার চালানোর কথা শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায়।