'আমি যা করেছি, তৃণমূলের সর্বভারতীয় চেয়ারপার্সন হিসেবে করেছি। যা করেছি কোনও অন্যায় করিনি। আত্মরক্ষার অধিকার আছে। তুমি সব তথ্য আমার অফিস থেকে চুরি করছিলে। তোমরা তো ৬টা থেকে করছ। আমি গেছি ১১টায়। সাড়ে ৫ ঘণ্টায় সব চুরি করেছো। বাকি কিছু রেখেছো। আমি প্রতীককে ফোন করলাম। সন্দেহ হল, পার্টির সব নিয়ে যাচ্ছে না তো'। বৃহস্পতিবারের ইডি হানার ঘটনার কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।