'বামপন্থীগুলো বিজেপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েছে। কেরলে পাঠ্যবইয়ে নেতাজিকে নিয়ে বলেছে ব্রিটিশদের ভয়ে পালিয়ে গিয়েছে। আগে নেতাজিকে বুর্জোয়া বলত। স্বাধীনতার পতাকা তুলত না'। তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভায় মমতার নিশানায় বামেরা।