'বদমায়েশি করেছিল পুরসভার এক অফিসার। তাঁকে সাসপেন্ড করা হয়েছে। বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করা হয়নি'। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে দলের সভায় ছুটি-বিতর্কে প্রতিক্রিয়া দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়,'নির্বাচনের সময় মতুয়া। আর নির্বাচন চলে গেলে ফতুয়া! আমরা সর্বধর্মকে ভালোবাসি। দুর্গাপুজোয় কতদিন ছুটি দিই?'