'বাংলা আমার প্রথম ভাষা ছিল। দ্বিতীয় ভাষা ছিল হিন্দি। ক্লাস এইট পর্যন্ত সংস্কৃত ছিল। দেশজুড়ে সব ভাষা আমি বুঝি। মরাঠি, গুজরাতি, রাজস্থানিও বুঝি আমি। খালি দক্ষিণ ভারতের ভাষায় কিছুটা সমস্যা হয়'। নেতাজি ইন্ডোরে ভাষা-বিতর্কে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।