শুরু হল ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের বইমেলার থিম কান্ট্রি জার্মানি। ছিলেন আর্জেন্টিনার প্রতিনিধি ও অন্যান্য দেশের প্রতিনিধিরাও। উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণে মমতা বন্দ্যোপাধ্যায় ফুটবল প্রসঙ্গে বলেন, শহরের বিভিন্ন রাস্তার রং নীল-সাদা করেছিলেন বলে অনেকে ভেবেছিলেন তিনি আর্জেন্টিনার সাপোর্টার। তবে 'সব রং সবার জন্য। এতে কোনও ভেদাভেদ নেই। তবে সব রং সবার পছন্দ নাই হতে পারে। বাংলা কতটা ফুটবল ভালবাসে সেটাও বলেন মমতা।