'ভুয়ো ভোটার' প্রসঙ্গে নির্বাচন কমিশন ও বিজেপিকে তুলোধোনা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর দাবি ভোটার লিস্টে বাইরের রাজ্যের লোকেদের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বিস্ফোরক দাবি তুলে মমতা বলেন, এর ফলে পঞ্জাব-হরিয়ানায় বসে ভোট দিলে সেই ভোট পড়বে বাংলায়। অনলাইনে দিল্লি অফিস থেকে বসে এসব করে দিল্লি, মহারাষ্ট্রকে হারানো হয়েছে বলে অভিযোগ করেন মমতা। ওরা এই খেলা ধরতে পারেনি বলে দাবি করেন মমতা। তাই ভোটার তালিকা খতিয়ে দেখতে সাত দিনের মধ্যে কোর কমিটি গঠন করার কথা জানিয়ে দেন দলনেত্রী।