কসবাকাণ্ডের পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, পশ্চিমবঙ্গের কলেজে কলেজে মনোজিৎ মডেল চলছে। তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের ছবিও সামনে আনবেন বলে দাবি করেছিলেন তিনি। সেই মতো মঙ্গলবার ৫০ জনের ছবি প্রকাশ করেন।