উদ্বোধন হল বিশ্বের সবচেয়ে ছোট বইমেলার (Mini Book Fair)। ৫ ফুট বাই ৬ ফুটের বইমেলা। দামেও মিনি। কলকাতার কলেজ স্ট্রিটে (College Street) বই পাড়ায় (Boi Para) এই মিনি বইমেলার উদ্বোধন করলেন পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদকে ত্রিদিব চট্টোপাধ্যায় (Tridib Kumar Chatterjee)।