ইসলাম ধর্মাবলম্বীদের নানা উৎসবের মধ্যে, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হল ইদ-অল-আদাহ । এই ইদকে কোরবানির বা বকরি ইদ নামেও পরিচিত। এই উৎসব মূলত ত্যাগের প্রতীক। সারা দেশের মসজিদ গুলো নমাজ পড়তে দেখা যায়। কলকাতার রেডরোডেও নমাজ পড়লেন ইসলাম ধর্মী মানুষরা।