'দুর্নীতিবিরোধী বিল' নিয়ে তৃণমূল সরকারের সমালোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন,'তৃণমূলের এক মন্ত্রী শিক্ষক দুর্নীতিতে এখনও জেলে। ঘর থেকে মিলেছিল নোটের পাহাড়। তা সত্ত্বেও কুর্সি ছাড়তে চাননি। নির্মমভাবে জনতার আবেগকে পদদলিত করা হয়েছে। রেশন দুর্নীতির পরেও খাদ্যমন্ত্রী জেলযাত্রার পর কুর্সি ছাড়তে চাননি। সংবিধান, জনতার আবেগের কোনও পরোয়া করেননি। তৃণমূলের লোকেরা এই আইনের বিরোধিতা করছেন'।