জাতীয় স্তরে বিজেপি বিরোধিতা এবং দলীয় সংগঠনকে মজবুত করার পরিকল্পনা তৈরি করতে সোমবার কালীঘাটে বৈঠকে বসেছিল তৃণমূলের ওয়ার্কিং কমিটি। বৈঠক শেষে রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও ব্রায়েন জানান, সংবিধান বদলাচ্ছে দল। শুধু বাংলা নয়, দলের ওয়ার্কিং কমিটিতে স্থান পাবেন অন্যান্য রাজ্যের নেতারাও।