'ওর চোখের সামনে বাবাকে মারল। আমার স্বামী বিজেপিকে সমর্থন করত। আমি শুধু আপনার ভরসায় এসেছি স্যার'। শুভেন্দু অধিকারীর সামনে কান্নায় ভেঙে পড়লেন পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত বিতান অধিকারীর স্ত্রী সোহিনী। বুধবার বিমানে কলকাতায় ফেরে বিতান অধিকারীর দেহ। শুভেন্দুকে বলতে শোনা গেল,'হিন্দুস্তানে হিন্দুকে শেষ করবে। গাজা শেষ করেছে ইজরায়েল। আমরাও শেষ করব'।