সমাধান হল না। দুর্গা পুজোর আর কটাদিন বাকি। ইউনেস্কোর স্বীকৃতি উদযাপনের এবছর যখন মহাসমারোহে পালিত হতে চলেছে দুর্গাপুজো। তার আগেই পুরসভার নির্দেশে খুলে ফেলতে হল মহম্মদ আলি পার্কের পুজো প্যান্ডেল। পার্কে দর্শনার্থীদের ঢোকার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি হল। নতুন করে মণ্ডপ তৈরি করা হচ্ছে। মোট ২০ ফুটের একটি ছোট মণ্ডপ তৈরি করা হচ্ছে। কলকাতার দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম প্রধান পুজো হল মহম্মদ আলি পার্কের পুজো । কিন্তু, এবার সেই পুজোকে কেন্দ্র করেই তৈরি হয়েছিল অনিশ্চয়তা । দীর্ঘদিন ধরে মহম্মদ আলি পার্কে যেখানে পুজো হত, তার নীচেই রয়েছে ব্রিটিশ আমলের ভূ-গর্ভস্থ জলাধার । আর সেখানেই তৈরি হয়েছে সমস্যা। জলাধারটি অনেক পুরনো। তার ওপর মণ্ডপ তৈরি হলে, অতিরিক্ত চাপ বহন করতে পারবে না। ঘটতে পারে দুর্ঘটনা।