'আমার ছেলে নির্দোষ। কোচিং সেন্টারে পড়ায়।' এমনটাই দাবি করলেন সংসদে তাণ্ডবের মাস্টারমাইন্ড ধৃত ললিত ঝা'র বাবা-মা। ন্যায়বিচার চেয়ে আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন তাঁরা।