রাজ্য নির্বাচন কমিশনার রাজীভা সিনহার ভূমিকা নিয়ে প্রথম থেকেই বিরোধীরা সোচ্চার ছিলেন। তাঁর অবস্থান নিরপেক্ষ নয়, তাই বিরোধী বিজেপি-বাম, কংগ্রেস প্রতিটি দলই নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছিলেন। এবার হাইকোর্টে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পঞ্চায়েত ভোট বন্ধ করে বাংলায় জরুরি অবস্থা জারির আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। যদিও সেই আর্জি খারিজ হয়ে যায় উচ্চ আদালতে। পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে বাংলায় বিক্ষিপ্ত হিংসার ঘটনার প্রেক্ষিতে জরুরি অবস্থা জারির আর্জি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। মামলাকারীর বক্তব্য, পঞ্চায়েত নির্বাচনও বন্ধ করে দেওয়া হোক। কারণ, রাজ্য নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়।