ইলিশ মাছ পছন্দ করেন। তবে সাবধান হয়ে যান। বিজ্ঞানীরা যা বলছেন তাতে আপনার মনে ভয় ধরতে পারে। বিজ্ঞানীরা বলছেন,হুগলির মোহনায় ইলিশে বিসফেনল (বিপিএ) নামক একটি প্লাস্টিক দূষক খুজে পেয়েছেন। ইলিশের শরীরে এই ভয়ঙ্কর বিষয়টি বাচ্চাদের পক্ষে খুবই ক্ষতিকর বলে মনে করা হচ্ছে। অনেকেই বলছেন এটি আসলে স্লো পইসনের মতো মানুষের শরীরে ক্ষতি করে চলেছে। তবে বিজ্ঞানীরা বলছেন এই বিষয়টি নিয়ে গবেষনা আপাতত প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখনই বেশি ভয় পাওয়ার কিছু নেই।