'মনোজিৎ মিশ্রের ঘাড়ে লভ বাইট পাওয়া গিয়েছে। রেপ হলে লভ বাইট পাওয়া যায় না। আমার মক্কেলের সঙ্গে দেখা করে এসে বলছি'। বুধবার এমনটাই দাবি করলেন কসবা গণধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত মনোজিতের আইনজীবী রাজু গঙ্গোপাধ্যায়। তিনি বলেন,'এক চোখে দেখে এসেছেন। এফআইআর কপি দেখলে বুঝে যাবেন এটা ষড়যন্ত্র। এটা নির্যাতনের ভিডিও নয়। দায়িত্ব নিয়ে বলছি, ওর মধ্যে নির্যাতনের ভিডিও নেই'।