ভোট পরবর্তী হিংসা মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) এবং বিশেষ তদন্তকারী দল (সিট)-কে নতুন করে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। ওই মামলায় তদন্ত কত দূর এগিয়েছে, সেই সংক্রান্ত একটি রিপোর্ট জমা দিয়েছিল সিট। আদালতের বক্তব্য, ওই রিপোর্ট এক মাস পুরনো। তদন্ত প্রক্রিয়া এখন কী অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, তা-ই জানতে চেয়ে নতুন রিপোর্ট চাইল উচ্চ আদালত।