আরজি কর নির্যাতিতার জন্মদিনে পথে নামল সিপিএম। সমস্বরে স্লোগান উঠল, আমরা সুবিচার চাই'। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বললেন,'বিচার চাইছে বলে নির্যাতিতার মা-বাবাকে কটাক্ষ শুনতে হচ্ছে। তাঁদের অপরাধী করা হচ্ছে। আজকের স্লোগান হোক, আর অবিচার নয়'।