তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ আরজি কর হাসপাতালে ডাক্তারের ধর্ষণ ও হত্যার মামলায় হাজিরা দিতে চায়। সোমবার সকাল সাড়ে দশটা নাগাগ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে তিনি উপস্থিত হন। সিবিআই কর্মকর্তারা জানিয়েছেন, আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করা হয়েছিল। নির্মল ঘোষের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি মৃত ডাক্তারের শেষকৃত্যের ব্যবস্থা তড়িঘড়ি সম্পন্ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। উল্লেখ্য, ৯ আগস্ট ওই হাসপাতালের সেমিনার হলে গুরুতর জখম অবস্থায় এক স্নাতকোত্তর শিক্ষানবিশের মৃতদেহ উদ্ধার করা হয়। তাঁকে ধর্ষণ ও হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে।