হাইকোর্টের নির্দেশ মেনে প্রতিবাদের জন্য আলাদা জায়গা বেছে দিল পুলিশ। রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানান,'নবান্ন সংলগ্ন চত্বরে জমায়েত করা যাবে না। যে বিধিনিষেধ আরোপ করবে প্রশাসন, সেটা ভাঙলে ব্যবস্থা নেওয়া হবে। কলকাতায় রানি রাসমণি অ্যাভিনিউ এবং হাওড়ায় সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে শান্তিপূর্ণ প্রতিবাদ করতে পারবেন আয়োজকরা'।