সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ডের সাজা হল না, আমৃত্যু কারাদণ্ডের সাজা শিয়ালদা আদালতের। বিচারক জানান, যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হল সঞ্জয়ের। এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা বলে মনে করছেন না বিচারপতি। রাজ্য সরকারকে নির্দেশ, ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে নিহতের পরিবারকে। বিচারক বলেন, বিরলের মধ্যে বিরলতম ঘটনা এটা নয়। সেজন্য তিনি আমৃত্যু কারাবাসের সাজা দিলেন। বিএনএস-এর ৬৪ ধারায়, ৬৬ ধারায় - যাবজ্জীবন, ১০৩ (১) ধারায় যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিল আদালত।