'ছাত্র সমাজের' ডাকে নবান্ন অভিযানে গিয়ে তিনি রীতিমতো ভাইরাল। সেই বলরাম বসুর মুখোমুখি bangla.aajtak.in।'শেষ দম পর্যন্ত সঙ্ঘই করব'। জানালেন আরএসএসের যুক্ত বলরাম বসু। তাঁর কথায়,'চুরি-মনুবাদ নিয়ে না পড়ে বলছেন। ক্রিকেট খেলে কি চুড়ি পরে? মাতৃশক্তির শৃঙ্গারের অঙ্গ চুড়ি। আবার চু়ড়়ি হল শৃঙ্খল। এটা সাংকেতিক বিষয়। নারীর অলঙ্কারের সঙ্গে তুলনা করা আসলে বিভ্রান্ত করার কৌশল'।