আরজি কর মামলায় সিবিআই তদন্তের উপর আস্থা রাখতে না পেরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল নির্যাতিতার পরিবার। তবে সেই আর্জিতে এখনই সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। এদিন শুনানির পর নির্যাতিতার বাবা বলেন, হাইকোর্টের নির্দেশে তাঁরা হতাশ নন। তাঁদের মনে হয়েছে, তদন্ত ঠিক মতো এগোচ্ছে না সেই কারণে কোর্টের দ্বারস্থ হয়েছেন। কোর্টের নির্দেশ মতো ব্যাখা নিয়ে আসবেন। তদন্ত যাতে আরও দ্রুত গতি পায় সেটা নিশ্চিত করতেই আদালতের দ্বারস্থ হয়েছেন।