আরজি কর কাণ্ডর প্রতিবাদে বুধবার কলকাতায় নেমেছিল আঁধার। শহর জুড়ে মোমবাতি হাতে চলেছিল প্রতিবাদ। আর সেই প্রতিবাদে সামিল হয়েছিলেন নির্যাতিতা চিকিৎসকের বাবা-মাও। আর সেই প্রতিবাদ মঞ্চ থেকে নির্যাতিতার বাবা জানান, 'আমরা দেহ রেখে দিতে চেয়েছিলাম। পরে দেহ দাহ করতে দিতে বাধ্য হই। পাশাপাশি তিনি জানান,ঘটনার দিন ডিসি নর্থ আমাদের বাড়িতে এসে টাকা দেওয়ার চেষ্টা করেছিল, আমরা তার জবাব দিয়েছি। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, “হাসপাতালের তরফে কিভাবে বলা হল, আমার মেয়ে আত্মহত্যা করেছে ? কেন ময়না তদন্ত করতে দেরি হল ? পুলিশ কেন অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করল ?”