'পার্ক স্ট্রিট ক্রসিং আমরা যাওয়ার পরই পুলিশ ঘিরে ধরে। পুলিশের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। পুলিশ কোনও কথা শোনেনি। মা বেরোতে পারেনি। ৩-৪ জন মহিলা পুলিশ মাথায় মারে। বিবাহিত হিন্দু ধর্মের মহিলার শাঁখা ভেঙে দিয়েছে। সব পুলিশের প্ল্যান'। জানালেন আরজি কর নির্যাতিতার বাবা।