মাঘের শুরুতেই যেন শীতের উলটপুরাণ। কনকনে ঠান্ডা কার্যত উধাও, ক্রমশ তার জায়গা দখল করছে উষ্ণতা। কলকাতা ও আশপাশের এলাকায় বেলা বাড়তেই শীতের পোশাক গায়ে রাখা দায় হয়ে পড়ছে। প্রশ্ন উঠছে, এবার কি মাঘ মাসেই উষ্ণতার ছোঁয়া মিলবে? তার মধ্যেই সামনে সরস্বতী পুজো। বাগদেবীর আরাধনার দিনে আবহাওয়া কেমন থাকবে, তা নিয়েই কৌতূহল ও দুশ্চিন্তা দুই-ই বাড়ছে।