কে গোঁজ প্রার্থী দিচ্ছে, কে নির্দল কে মদত দিচ্ছে সব খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌছাচ্ছে পুলিস আইবির মাধ্যমে। শুনলেন, তৃণমূল সাংসদ বলছেন কিনা দলের ভিতরে কে কী করছে সেইসমস্ত রিপোর্ট নাকি পুলিস-আইবি রাজ্যের মুখ্যমন্ত্রীকে রোজ পাঠান। পুলিস-আইবির এটা কাজ? মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যেমন একদিকে মুখ্যমন্ত্রী, তেমনই পুলিশ মন্ত্রী। তাই পুলিস-আইবির কাজ রাজ্যের কোথাও কিছু আইন-শৃঙ্ঘলা নষ্ট হলে তা মুখ্যমন্ত্রীকে জানানো। পার্টির কী হচ্ছে সেইসব তো খবর দেওয়া পুলিশের কাজ নয়। তাহলে রাজ্যের শাসকদল পুলিশ-আইবিকে দলের কাজেও লাগাচ্ছেন। তৃণমূল সাংসদের কথাকে কিন্তু তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।