'আমার ধমনী, শিরা হল তৃণমূল কংগ্রেস। ঘরের ছেলে হিসাবে পুনরায় এর সঙ্গে শামিল হলাম। আগমিদিনে তৃণমূলে আমার সামর্থ মতো মমতাদি, অভিষেক যা চাইবে, সেভাবে কাজ করব।' আনুষ্ঠানিকভাবে তৃণমূলে প্রত্যাবর্তনের পর সাংবাদিক বৈঠকে এসে এই কথাই বললেন শোভন চট্টোপাধ্যায়।