একসময় নিজের মোটরবাইকটি নিয়ে দুরন্ত গতিতে ঘুরে বেড়ানো এবং রাস্তার মধ্যে নানান অঙ্গভঙ্গি করাই ছিল তার নেশা। আর এর জন্য পুলিশ প্রশাসনও বহুবার কড়া নেড়েছে তার দরজায়। তবু যেন থামার নাম নেই। অবশেষে সেই পুলিশ প্রশাসনই বদলে দিয়েছে তার জীবন। গল্পটা কলকাতার বছর ২২-শের এক কলেজ পড়ুয়া মোহাম্মদ শাকিবের। একসময় একটি দ্রুত গতির মোটরবাইক নিয়ে শহরের নানান প্রান্তে ছুটে বেড়ানো, তা নিয়ে নানান অঙ্গভঙ্গি করা, তারপর সেই ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করাই ছিল তার নেশা। শহরে তার জনপ্রিয়তাও ছিল যথেষ্টই। অবশেষে বিধাননগর পুলিশের সহযোগিতায় সেই ছেলেই আজ বিধাননগর পুলিশের ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কিভাবে বদলে গেল এই কলেজ পড়ুয়ার জীবন? শুনুন সেই গল্প।