রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের (SSC) বিরুদ্ধে এবার পথে নামলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। আজ অর্থাত্ সোমবার কলকাতার আচার্য সদনে এসএসসি দফতরের সামনে ধর্নায় বসেন শতাধিক শিক্ষক-শিক্ষিকা। তাঁদের অভিযোগ, সুপ্রিম কোর্টের রায়ে যাঁদের নিয়োগ অবৈধ ঘোষণা করা হয়েছে, তাঁদের সংখ্যা প্রায় ২৬,০০০। অথচ রাজ্য সরকার এই বিপুল সংখ্যক শিক্ষকের ভবিষ্যৎ নিয়ে কোনও পরিষ্কার অবস্থান নিচ্ছে না। বিক্ষোভকারীদের বক্তব্য, তাঁরা নিয়োগ পেয়েছিলেন বৈধ প্রক্রিয়ার মাধ্যমেই। দুর্নীতি হয়েছে কিছু স্তরে, কিন্তু তাতে নির্দোষ শিক্ষকরা কেন চাকরি হারাবেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই পরিস্থিতিতে নিশ্চুপ, যা আরও হতাশাজনক বলে দাবি তাঁদের। শিক্ষক-শিক্ষিকাদের একাংশ জানিয়ে দিয়েছেন, দাবি পূরণ না হলে আন্দোলন আরও তীব্র হবে। আন্দোলনকারীদের একটাই প্রশ্ন—যাঁরা পড়াতে গিয়ে নিজেদের জীবনের সেরা সময়টা খরচ করেছেন, তাঁদের কীভাবে এক ঝটকায় ছেঁটে ফেলা যায়? সরকার কি তাঁদের পাশে দাঁড়াবে, নাকি সব দোষ চাপাবে কোর্টের ওপর? উত্তরের অপেক্ষায় গোটা রাজ্য।