বিধানসভার বাইরে মমতার বিরুদ্ধে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ে সরাসরি 'চোর' আখ্যা দেন শুভেন্দু। বাদ্যযন্ত্র বাজিয়ে স্লোগান তোলেন বিজেপি বিধায়করা। অসীম সরকারকে দেখা যায় বাজনা বাজাতে। শুভেন্দু স্লোগান তোলেন, 'গলি গলি শোর হ্যায়...'। সেখানে উপস্থিত বিজেপি বিধায়করা বলতে থাকেন, 'মমতা চোর হ্যায়'। ‘মমতা চোর’ প্ল্যাকার্ড হাতে নিয়েছিলেন বিধায়করা।