যোগ্যদের চাকরির বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, যারা যোগ্য, তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ীই করব। পথে চলতে গেলে গর্ত আসতে পারে, কিছু রাস্তা ভাঙা থাকতে পারেন, সেই সব পেরিয়েই এগিয়ে যেতে হবে। আমার প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি, ই রেডি। এই যোগ্য শিক্ষকদের চাকরি যাতে কোনও ভাবে না যায়, তার ব্যবস্থা আমরা করব। আপনি আপনার কাজ করুন। আপনাকে কেউ চাকরি থেকে বরখাস্ত করেনি।