তৃণমূল মানে পিসি - ভাইপোর দল। প্রাইভেট লিমিটেড কোম্পানি। এর বাইরে অন্য কিছু না। ভাইপো announce করবে আর পিসি তাকে নিয়ে রাম্পে ঘোরাবে। দুজনে ভাগ করে নিয়েছেন। ভাইপো তুই announce কর আমি পিসি রাম্প এ ঘোরাচ্ছি। পরে আবার দেখবেন যে পিসি announce করছে আর ভাইপো রাম্প এ ঘোরাছে। রাম্প-এ ঘোরানো বেশি গুরত্বপূর্ণ। সেই জন্য মুখ্যমন্ত্রী রাম্প-এ ঘুরেছেন। কলকাতার ব্রিগেডে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপ্যাধায় প্রার্থী ঘোষণা করছেন। ঠিক তখনই তিহারে বন্দি অনুব্রত মণ্ডলের গড়ে দাঁড়িয়ে রাজ্য বাম নেতৃত্ব সুজন চক্রবর্তী আক্রমনাত্মক ভাষায় কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।