বড়বাজারের মেছুয়ার হোটেলে কীভাবে আগুন লাগল? কীভাবে এতটা ছড়াল? তা তদন্ত করে দেখছে পুলিশ। বৃহস্পতিবার ঘটনাস্থলে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে এক সংখ্যালঘু যুবক এসে বলেন,'বড়বাজারে আগুনে মানুষ মরছে, অথচ দিঘার মন্দিরে দ্বারোদঘাটন করেন'। পাশে থাকার আশ্বাস দেন শুভেন্দু।