রাজ্যকে আবাস যোজনা ও 100 দিনের টাকা পাঠাচ্ছে না কেন্দ্র সরকার, এই দাবি তুলে তৃণমূলের পক্ষ থেকে সোমবার, 2 অক্টোবর থেকে শুরু হচ্ছে দিল্লির যন্তর মন্তরে ধরনা ও বিক্ষোভ কর্মসূচি। ইতিমধ্যেই দিল্লি পৌঁছে গিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত দুদিনে পশ্চিমবঙ্গের একাধিক জেলার TMC নেতা কর্মীরাও এই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য দিল্লিমুখী হয়েছেন। যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি শুরুর আগেই বিতর্কের ঝড় তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের প্রাপ্য টাকা কিভাবে কেন্দ্রের থেকে পাওয়া যাবে সেই নিদান দিলেন শুভেন্দু। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার শুভ সূচনার একটি অনুষ্ঠানে এই নিদান দিতে দেখা যায় বিরোধী দলনেতাকে। দিল্লির বিক্ষোভ কর্মসূচিকে কটাক্ষ করে তিনি বলেন, হিসাব দিন টাকা নিন। টাকা কেউ আটকায়নি। আপনাদের কাছ থেকে হিসাব চাওয়া হয়েছে। 31 ডিসেম্বর 2022- এ জব কার্ডের সংখ্যা ছিল 3 কোটি 88 লক্ষ।