যাদবপুরে ছাত্রীর মৃত্যু নিয়ে প্রশ্ন করায় শুভেন্দুর বক্তব্য, 'ও সব চাপা পড়ে যাবে। ৩-৪ দিন হইচই হয়। তারপর সব চাপা পড়ে যায়। রানাঘাটের ছেলেটার কী হল?' ব়্যাগিং প্রসঙ্গ টেনে বলেন, 'যাদবপুরের হৃত গৌরব ফেরাতে একমাত্র BJP ই পারে। যাদবপুরটা বিষাক্ত আবর্জনায় ভরে গিয়েছে।'