মৌলালি থেকে শিয়ালদা পর্যন্ত মিছিল করলেন সনাতনীরা। নেতৃত্বে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে অর্জুন সিং এবং তাপস রায়। শুভেন্দু বলেন,'এটা গণহত্যা নয়। এটা হিন্দু নিধন। বিতন অধিকারীর স্ত্রী বলেছেন, হিন্দু কিনা জিজ্ঞেস করা হয়েছে। পরে বলেছে কলমা পড়। আমরা বদলা চাই'।