'অরূপকে পদত্যাগ করতে বলা হয়েছে। পদত্যাগে কিছু করা হবে না মুখ্যমন্ত্রী। আমরা গ্রেফতার চাই।' আসানসোলের জনসভা থেকে এমনটাই বললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এছাড়া তিনি আরও বলেন, '...এটা কয়েকশো কোটি টাকার চুরি। বক্তব্য রাখতে রাখতে কেউ বলল ডিজিপি রাজীব কুমারকে শোকজ করেছে। এটা আই ওয়াশ। রাজীব কুমার এই রাজ্যে অলিখিত হোম মিনিস্টার।'