দল বদল যে কেউ করতে পারে। এবার দল বদল নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এদিন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী মানস কুমার ঘোষের সমর্থনে নির্বাচনী জনসভা থেকে কৃষ্ণ কল্যানী কে কটাক্ষ করে বলেন বলেন, মাননীয় কল্যাণী বাবু আপনি 2021 এর পর বলতেন। আমি জিতেছি BJP জেতেনি। আপনি কত ভোটে জিতেছিলেন 21-এ? আপনি BJP-র সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। দল বদল যে কেউ করতে পারে। এই যে আমাকে দেখছেন আমি মন্ত্রী ছিলাম। আমি BJP-তে যোগদান করার আগে সব পদ থেকে পদত্যাগ করেন যোগদান করেছিলাম। আমি বিধানসভায় বলতেন আমি BJP। বাইরে বলতেন আমি অভিষেকের পার্টি করি।