সম্প্রতি স্পেন থেকে ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তানিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক সুর চড়াতে শুরু করেছে বিরোধী শিবির। মুখ্যমন্ত্রীকে বিঁধতে ছাড়েননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। রীতিমতো তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে এক হাত নেন বিরোধী দলনেতা। নিজের পাসপোর্টের কথাও তুলে ধরেন শুভেন্দু।