বর্ষিয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়ের বাড়ির পাশেরই সিন্ডিকেটের দৌরাত্ম্য। একটি বাড়ি ভাঙার বরাত পাওয়াকে কেন্দ্র করে বচসা এবং তার জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল লেক গার্ডেন্স এলাকা। সোমবার সকালে সংঘর্ষ চলাকালীন ধারালো অস্ত্রের কোপে আহত হন ৭ জন। গন্ডগোলের আওয়াজ শুনে বাড়ি থেকে বেরিয়ে আসেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি ফোন করেন লেক থানায়। সাংসদের ফোন পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে লেক থানার পুলিশ। পরে ঘটনাস্থল পরিদর্শনে আসে লালবাজার গোয়েন্দা বিভাগের গুন্ডা দমন শাখার পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ১০ জন। ধারালো অস্ত্রের কোপে আহতরা ভর্তি রয়েছে হাসপাতালে। খোদ বর্ষিয়ান তৃণমূল সাংসদের বাড়ীর ঠিক পাশেই এমন সিন্ডিকেট দৌরাত্ম্যয় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন।